জনাব মোঃ আবদুর রহমান খান. এফসিএমএ, ১৫ আগস্ট২০২৪ খ্রিস্টাব্দে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান হিসেবে যোগদান করেন। তিনি এর পূর্বে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্টান বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি লক্ষিপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।তার পিতা জনাব নুরের রহমান খানএবং মাতা সালেহা খানম। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে একাউন্টিং বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন এবং যুক্তরাজ্যের আলস্টার বিশ্ববিদ্যালয় থেকে গভর্নমেন্ট ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বিসয়ে পোস্ট গ্র্যাজুয়েশন সার্টিফিকেট কোর্স, পোস্ট গ্রাজুয়েশান ডিপ্লোমা ও মাস্টার্স ডিগ্রী লাভ করেন।
বিসিএস ১৩ তম ব্যাচের এই কর্মকর্তা ১৯৯৪ সালের ২৫ এপ্রিল বাংলাদেশ সিভিল সার্ভিস (কর ) ক্যাডারে যোগদান করেন এবং মাঠ পর্যায়ে কর প্রশাসনের বিভিন্ন স্তরে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেন।
একজন পেশাদার অ্যাকাউন্ট্যান্ট হিসেবে জনাব মোঃ আবদুর রহমান খান ইন্সটিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট অব বাংলাদেশ (ICMAB) এর কাউন্সিল সদস্য, কোষাধ্যক্ষ, সচিব ও প্রেসিডেন্ট হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। এছাড়াও দেশ বিদেশে অনেক খ্যাতনামা প্রতিষ্টান ও বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ গ্রহণ করেন।
ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই সন্তানের গর্বিত পিতা।